চট্টগ্রাম–কক্সবাজার রেল লাইনের ওপর গাছ ফেলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৬ নভেম্বর) ভোরে সাতকানিয়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত তা সরিয়ে নেন রেলের নিরাপত্তাকর্মীরা। এ ঘটনায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি।
সাতকানিয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মং ইউ মারমা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে ঢেমশা ইউনিয়ন এলাকায় রেললাইনের ওপর ছড়িয়ে–ছিটিয়ে গাছের ডাল রাখে দুর্বৃত্তরা। খবর পেয়ে রেলের নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে ফেলায় কোন ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার কারণে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি নির্ধারিত সময়ের পরিবর্তে সকাল ৭টার দিকে সাতকানিয়া অতিক্রম করে। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।
এ ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার।
বিডি-প্রতিদিন/সুজন