চট্টগ্রামের হাটাহাজারী থানার একটি হত্যা মামলার পলাতক আসামি মো. কামাল উদ্দিনকে (৪৮) দীর্ঘ ৩০ বছর পর গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নং গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। কামাল হাটহাজারী উপজেলার বারিয়া ঘোনা এলাকার বাসিন্দা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, গত শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নং গেট এলাকা থেকে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কামালকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম