ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মতভেদ থাকলেও ঐক্য নষ্ট হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত ঢাকা–১৪ আসনের প্রার্থী সানজিদা ইসলাম তুলি এবং একই আসনের জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান)।
রবিবার (১৬ নভেম্বর) এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তারা এ মন্তব্য করেন।
তুলি বলেন, বিএনপি–জামায়াতের মতভেদকে ইন্ধন জোগাচ্ছে ফ্যাসিস্ট শাসন ও বিদেশি শক্তি। লকডাউনসহ আগুন–সন্ত্রাসের অপকর্ম সফল হবে না। ভিন্নমত থাকলেও ন্যায়বিচার ও নাগরিক অধিকারের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে।
আরমান বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, তবে দ্বন্দ্ব নয়। তরুণরা ফ্যাসিবাদকে ‘লাল কার্ড’ দেখিয়েছে—এর পুনরাবৃত্তি চাই না। মতভেদ থাকলেও ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট থাকবে।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনী অনিশ্চয়তা কেটে গেছে। এবারের নির্বাচন হবে কঠিন প্রতিদ্বন্দ্বিতার। তবে মতভেদ যেন সংঘাতে রূপ না নেয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল