চট্টগ্রামের পটিয়া উপজেলায় সাইদুল আলম বাবলু (২৮) নামে ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের একজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরকানাই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাবলু পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় বাবলুকে গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন