মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘প্রতিবাদের ভাষায় নৈতিকতা: মাওলানা ভাসানী ও সমসাময়িক বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ১২তলা একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রশিল্পী ও লেখক, ‘ফটোজিয়াম’–এর প্রতিষ্ঠাতা নাসির আলী মামুন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী গবেষক সৈয়দ ইরফানুল বারীর পক্ষ থেকে তাঁর কন্যা সৈয়দা উসতুআনা হান্নানা। স্বাগত বক্তব্য দেন সেমিনার ও উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম।
সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবু জুবাইর এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদেকীন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল