ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামসুল আলম বলেছেন, দেশ ও সুন্দর সমাজ গড়তে ইসলামি শিক্ষার বিকল্প নেই। আর মাদ্রাসা শিক্ষকদের শুধু শিক্ষা দেয়া ও বেতন নেয়া কাজ নয়, সমাজ সংস্কারে তাদের ভূমিকা রাখতে হবে।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে জয়পুরহাটের হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার হলরুমে সমাজ সংস্কারে মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুল আলম বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখছে। ব্রিটিশবিরোধী আন্দোলনেও মাদ্রাসা ছাত্রদের ভূমিকা ছিল। অথচ বিগত ১৬ বছর মাদ্রাসা শিক্ষার কোনো উন্নয়ন হয়নি। আমাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে ইসলামি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। ইসলামি শিক্ষাই দেশ ও মানুষের ভাগ্য বদলে দেবে।
মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল ও মাদ্রাসার উপাধ্যক্ষ রেজাউল কাদির।
বিডি-প্রতিদিন/মাইনুল