পদোন্নতিসহ তিন দফা দাবি বাস্তবায়নে সারাদেশের ন্যায় নীলফামারীতেও কর্মবিরতি পালন করছেন সরকারি কলেজের পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা। রবিবার (১৬ নভেম্বর) কলেজের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করে তারা।
এতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিদের আহ্বায়ক ও আরবী বিভাগের প্রভাষক ড. মো. ফরহাদ উল ইসলাম এবং সদস্য সচিব উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক আবু বকর সিদ্দিক ও সাংগঠনিক সম্পাদক ইসলাম শিক্ষা বিভাগের মোনাব্বেরুল হাসান কর্মসূচিতে বক্তব্য রাখেন।
এসময় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের সদস্য সচিব ও উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক আবু বকর সিদ্দিক বলেন, ৩২ থেকে ২৭তম ব্যাচ পর্যন্ত যোগ্য প্রভাষকদের আজও পদোন্নতি দেওয়া হয়নি। সামাজিকভাবে তারা মর্যাদা হারাচ্ছেন। আমরা কেন বঞ্চিত হচ্ছি পদোন্নতি থেকে। আমরা চাই দ্রুত সরকার শিক্ষকদের দাবি মেনে নিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুক।
কর্মসূচিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের আহ্বায়ক আরবী বিভাগের প্রভাষক ড. মো. ফরহাদ উল ইসলাম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতেও রবিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হচ্ছে। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর হুঁশিয়ারি দেন তারা।
এদিকে কর্মবিরতির কারণে জেলার বিভিন্ন কলেজে ক্লাস কার্যক্রম আংশিক ব্যাহত হয়েছে। শিক্ষার্থীদের ভোগান্তি এড়াতে সরকারের প্রয়োজনীয় প্রদক্ষেপর দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
বিডি প্রতিদিন/কামাল