রংপুরের বদরগঞ্জের গোপালপুর ইউনিয়নে আশরাফুল ইসলাম হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকাবাসী। ঢাকায় নির্মমভাবে ২৬ টুকরা করে আশরাফুলকে হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রবিবার (১৬ নভেম্বর) বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর হাটে আয়োজিত এ বিক্ষোভ ও মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং নিহতের পরিবারের সদস্যরা অংশ নেন। প্রধান আসামি আশরাফুলের বাল্যবন্ধু জরেজুল ইসলাম, সহযোগী শামীমা এবং সংশ্লিষ্ট সকল হত্যাকারীর দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের বাবা আব্দুর রশিদ, মা এশরা বেগম, স্ত্রী লাকি বেগম, বোন ও মামলার বাদী আনজিরা বেগম, গোপালপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, গ্রামবাসী আশিকুর রহমান, আবেদ আলী আবেদ, এনামুল হকসহ আরও অনেকে।
বক্তারা আশরাফুলের ওপর কলঙ্ক আরোপের যেকোনো অপপ্রচারের প্রতিবাদ জানান। ন্যায়বিচার নিশ্চিতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
এর অগে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় নীল রঙের দুটি ড্রামের ভেতর থেকে ২৬ খণ্ডে বিভক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে পরিচয় নিশ্চিত করা না গেলেও পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণে মরদেহটি আশরাফুল ইসলামের বলে শনাক্ত করে।
এ ঘটনায় ইতোমধ্যে প্রধান আসামি জরেজুল ইসলাম ও সহযোগী শামীমাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিডি-প্রতিদিন/জামশেদ