গোপালগঞ্জে ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রিন স্কুল ক্যাম্পেইন ও ক্লিন আপ কার্যক্রমের মধ্যদিয়ে তারুণের উৎসবের আয়োজন করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (২৯ অক্টোবর) গোপালগঞ্জ সদর উপজেলার নিলফা-বয়রা গ্রামের শহীদ গোলজার বালিকা উচ্চ বিদ্যালয়ে এ উৎসবের আয়োজন করে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ উৎসব চলে। এতে বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
উৎসবের সমাপনী অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খানম চিত্রাংক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ সহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/তানিয়া