যশোরের শার্শা উপজেলায় কর্মরত সাংবাদিকদের একই ব্যানারে আনার লক্ষ্য নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট মিলনায়তনে উপজেলার শার্শা, নাভারন ও বাগআঁচড়া প্রেসক্লাবের সাংবাদিকরা অংশ নেন।
সভায় “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” নামে একটি নতুন সংগঠন গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ প্রতিনিধি বকুল মাহবুব আহ্বায়ক, এটিএন বাংলা প্রতিনিধি আহমেদ শাহীন সদস্য সচিব এবং সময় টিভি প্রতিনিধি আজিজুল হক যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হন।
সভায় সভাপতিত্ব করেন বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহবুব এবং নির্বাচন পরিচালনা করেন সমকাল প্রতিনিধি সাজেদুর রহমান। স্থানীয় সাংবাদিকরা বলেন, এই ঐক্যের মাধ্যমে সাংবাদিক সমাজ আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ