সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কাকডাঙ্গা, ভোমরা, পদ্মশাখরা, কুশখালী, তলুইগাছা, মাদরা ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির এর আভিযানিক দল কলারোয়া উপজেলার গেড়াখালী ও বাগাডাঙ্গীর মোড় নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ওষুধ এবং ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ফলমোড় নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে।
এছাড়া, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার তেতুলবাড়ি হতে, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার শ্মশ্বান নামক স্থান হতে, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশানঘাট নামক স্থান হতে, চান্দুরিড়া বিওপির বিশেষ আভিযানিক দল গোয়ালপাড়া নামক স্থান হতে এবং পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার আমবাগান নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক সাত লাখ ২৫ হাজার টাকা।
বিজিবির সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম