রেলওয়ের দুর্ঘটনার হটস্পট হয়ে উঠেছে রংপুরের পীরগাছা ও এর আশপাশের স্টেশনগুলো। গত আট দিনে তিনটি দুর্ঘটনার ঘটেছে। সংস্কারবিহীন পুরাতন রেললাইন, পুরাতন ইঞ্জিন, সমন্বয়হীনতাসহ নানা কারণে এসব দুর্ঘটনা ঘটছে। এসব ঘটনায় তদন্ত কমিটি গঠন হলেও তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখছে না। ঘনঘন দুর্ঘটনার কারণে ওই পথের ট্রেন যাত্রীরা আতঙ্কের মধ্যে যাতায়াত করছেন।
জানা গেছে, মঙ্গলবার সকাল ৬ টা ৫৫মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনিটির ইঞ্জন বিকল হয়ে পড়ে পীরগাছার সামনের স্টেশন অন্নদানগরে। এর পরে লালমিনহাট থেকে উদ্ধারকারী দল এসে অন্য ইঞ্জিন লাগিয়ে ৮টা ৪৫ মিনিটি ট্র্রেনটি পুনঃরায় লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রায় দুই ঘণ্টা লালমনি এক্সপ্রেসেসের যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। এসময় দুই নম্বর লাইন দিয়ে অন্য ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অন্নদানগর স্টেশন মাস্টার বাবলু মিয়া।
এর আগে গত ১৯ সেপ্টম্বর পীরগাছা রেলওয়ে স্টেশনের আউট পয়েন্টে লাইনচ্যুত হয়েছে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি। ওই দিন দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর থেকে সান্তাহার-লালমনিরহাট রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে লালমনির হাট লে ডিভিশন চার সদস্যোর একটি তদন্ত কমিটি গছন করেছেন। প্রায় ৯ ঘন্টা পরে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর তিনদিন আগে পীরগাছায় অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষের হাত থেকে রক্ষা পেয়েছে যাত্রীবাহী দু’টি ট্রেন। যদিও এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ঘটতে পারত বড় ধরনের দুর্ঘটনা। ওই দিন সকাল ১১টা ২৩ মিনিটে পীরগাছা রেল স্টেশনে এ ঘটনা ঘটে। সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি পীরগাছা রেলস্টেশনে হোম সিগন্যাল অতিক্রম করে ২নং লাইনে প্রবেশ করতে থাকে। ট্রেনটি প্রবেশ কালে বিপরীত দিক থেকে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি সিগন্যাল ওভারশ্যুট করে একই লাইনে প্রবেশ করতে থাকে। এ সময় পদ্মরাগের লোকোমাস্টার বিষয়টি বুঝতে পেরে ট্রেনটিকে দ্রুত পুশব্যাক করে ১নং লাইনে প্রবেশ করান। এতে জানমাল ক্ষতির হাত থেকে রক্ষা পায় ট্রেন দুটি।
এই ঘটনার বেশ কিছুদিন আগে রংপুরের কাউনিয়ায় লাইন পরিবর্তনের সময় ট্রেনলাইনচ্যুত হয়েছে। লালমনিরহাট থেকে ছেড়ে আসা ২০ ডাউন বগুড়া কমিউটার লোকো ট্রেন লাইনচ্যুত হয়েছে। ট্রেন লাইনচ্যুত হওয়ায় রংপুর-গাইবান্ধার সাথে লালমনিরহাট,কুড়িগ্রামের ট্রেন যোগাযোগ বেশ কয়েক ঘন্টা বন্ধ হয়ে যায়। এসব ঘটনায় তদন্ত কমিটি গঠন হলেও সেই তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখেনি।
বিডি প্রতিদিন/নাজমুল