গোপালগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোহাটা বটতলা থেকে পাওয়ার হাউজ মসজিদ পর্যন্ত প্রায় ৬শ মিটার সড়কে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। নিচু সড়ক ও ড্রেন না থাকার কারণে এলাকাবাসী ও স্কুল শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সরকারি বীণাপাণি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম সড়ক হওয়ায় সমস্যাটি আরও গুরুতর হয়ে উঠেছে। শিক্ষার্থীরা জানান, পানি জমে থাকায় অনেক সময় ব্যাগ ও পোশাক ভিজে যায়, জুতা-মোজা খুলে হেঁটে যেতে হয়।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বর্ষণ দত্ত বলেন, “বৃষ্টির পানির কারণে অনেক সময় ব্যাগ ভিজে যায়, জুতা খুলে হেঁটে স্কুলে যেতে হয়।” অভিভাবক খাদিজা বেগম বলেন, “রাস্তাটি নিচু হওয়ায় বৃষ্টির পানি জমে থাকে। দ্রুত রাস্তা উঁচু করে ড্রেন নির্মাণ করা দরকার।”
গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। স্থানীয়রা জায়গা দিলে দ্রুত রাস্তা ও ড্রেন নির্মাণ করে সমস্যার সমাধান করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল