গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদ থেকে সামি (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে প্রত্যাশা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সামি টঙ্গীর মুদাফা এলাকার সোহেল মিয়ার ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহিন আলম জানান, সামি কয়েকজন বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। খবর পেয়ে ডুবুরি দল ঘণ্টাব্যাপী চেষ্টার পর তার লাশ উদ্ধার করে।
টঙ্গী পশ্চিম থানার ওসি হারুন-অর রশিদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ