বরিশালের মুলাদীতে ককটেল, দেশীয় বিভিন্ন অস্ত্র ও নগদ অর্থসহ দুই ভাইকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার সকালে মুলাদী থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এ অভিযান করে বলে ওসি সফিকুল ইসলাম জানিয়েছেন।
অভিযানে আটক হয় মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের মৃত আব্দুর রব হাওলাদারের ছেলে আব্বাস হাওলাদার ও বশির হাওলাদার।
মুলাদী থানার ওসি সফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের সেনা সদস্য ও থানার পুলিশ চর কমিশনার গ্রামের মৃত আব্দুর রব হাওলাদারের ঘরে অভিযান করা হয়। ওই ঘর থেকে দেশীয় তৈরি আটটি বল্লম ও লেজা, ১৩ ককটেল, বগি দা দুইটি, দা দুইটি, দুইটি হাতুরি, দুইটি রড, একটি চাপাতিসহ বিভিন্ন অস্ত্র এবং নগদ ৫ লাখ ৮০৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যে আইনে মামলা করা হবে বলে ওসি সফিকুল ইসলাম জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এএম