নেত্রকোনায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ৫ শতাধিক পূজা মন্ডপে প্রস্তুতি শুরু হয়েছে। গত বছরের তুলনায় এবার মন্ডপের সংখ্যা ৫৫ টি বাড়েছে। উৎসব নির্বিঘ্নে করতে আইনশৃঙ্খলা বাহিনী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
শুক্রবার বিভিন্ন মন্ডপে ঘুরে দেখা গেছে প্রতিমা কারিগররা দিনরাত এক করে কাজ করছেন। শতাধিক পুরনো সাতপাইয়ের ‘লাবন্য কুটির’ মন্ডপের আয়োজক দোলন কুমার সরকার জানান, দেবী দুর্গা এবার হাতিতে চড়ে কৈলাসে ফিরবেন। এই পূজা তারা ১৩০ বছরেরও বেশি সময় ধরে নিজ খরচে করছেন, সরকারি অনুদান নেই।
মঙ্গলচন্ডী বাড়ির সার্বজনীন পূজা মন্ডপে ৬ টি প্রতিমা তৈরী করছেন স্বপন পাল। তিনি জানান, প্রতিমার কাজ শেষ করতে দিনরাত এক করতে হয় এবং এই কাজ থেকে আড়াই থেকে তিন লাখ টাকা আয় হয়।
সাতপাই সার্বজনীন মন্দিরের আয়োজক উৎপল ভর্ট্টাচায্য বলেন, সকল হিন্দু সংস্থা মিলেই এবার শান্তিপূর্ণ পূজা উদযাপনের আহ্বান জানাচ্ছেন। মন্ডপগুলোতে স্বেচ্ছাসেবক ও সিসিটিভি ক্যামেরা দিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক লিটন পন্ডিত জানান, গত বছর দেশের পরিস্থিতি অনুযায়ী নেত্রকোনায় কিছুটা কমতি ছিল, এবার ১০ উপজেলায় ৫২০ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পুলিশের এডিশনাল এসপি (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ নিশ্চিত করেছেন, মোবাইল পেট্রোলিং, নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি থাকবে, যাতে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়।
বিডি প্রতিদিন/আশিক