নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজেদের গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে বড়ভাইয়ের ছুরিকাঘাতে ছোটভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাবদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক খোকা (৩০) আলাবদী এলাকার মৃত জাহের আলীর ছোট ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক। অভিযুক্ত বড়ভাই আক্তার হোসেন (৪০) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
নিহতের বোন আরিফা আক্তার জানান, বাবার মৃত্যুর পর দুই ভাই আলাদা বাড়িতে থাকতেন। শুক্রবার সকালে বাড়ির ডাব পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে বড়ভাই আক্তার হোসেন ঘর থেকে ছুরি এনে ছোটভাই খোকার বুকে মারলে গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ-খ সার্কেলের এসপি আসিফ ইমাম ও সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের হাতাহাতির একপর্যায়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডিপ্রতিদিন/কবিরুল