ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজা ও একটি নোয়া মাইক্রোবাসসহ ৬ মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফেরিঘাট সড়কের কানাইনগর এলাকায় এ অভিযান চালায় বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মুন্সিগঞ্জের রিয়াদ হোসেন (৩০), ঢাকার মো. সালমান (২৭), মো. ইমন (২৭), মো. আরিফ (২৭), মো. মনজু (৩২) এবং বরিশালের মো. সুমন (২৮)।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নোয়া মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি মো. হাসান জামিল খান) জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ বদ্ধপরিকর।
বিডি প্রতিদিন/আশিক