গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ খান এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ড্রাম ট্রাকের মালিক ও চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বুধবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ঢাকার উত্তরা পশ্চিম থানার কামারপাড়া এলাকার বাবুল খান (৫৫) এবং মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার উজ্জ্বল হোসেন (৩৭)। বাবুল খান ছিলেন ট্রাকটির মালিক এবং উজ্জ্বল হোসেন ছিলেন চালক।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টা ২৫ মিনিটের দিকে ঢাকা-রাজশাহী রেলরুটের ধীরাশ্রমের দক্ষিণখান এলাকায় একটি ড্রাম ট্রাক রেললাইন পার হওয়ার সময় আটকে যায়। ঠিক সেই মুহূর্তে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকটির সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের পর ড্রাম ট্রাকটি উল্টে রাস্তার পাশে ছিটকে পড়ে।
এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকচালক উজ্জ্বল হোসেন মারা যান। গুরুতর আহত অবস্থায় ট্রাকমালিক বাবুল খানকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, ঘটনার পর থেকেই ওই রেলরুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, ট্রাকটি মাটি পরিবহনের কাজে ব্যবহৃত হতো।
বিডি প্রতিদিন/মুসা