খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ভর্তি সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি জেলা পরিষদ। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে লক্ষ্মীছড়ি উপজেলা প্রশাসনের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ২৬ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও নগদ ভর্তি সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য অনিয়ম চাকমা। তিনি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সহায়তা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটি খাগড়াছড়ির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, লক্ষ্মীছড়ি প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন এবং উপজেলা বিএনপির সভাপতি মো. ফোরকান হাওলাদার।
প্রধান অতিথি অনিয়ম চাকমা বলেন, ‘খাগড়াছড়ি জেলা পরিষদ জেলার শিক্ষার মানোন্নয়নে নিয়মিত কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য, যাতে পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা মূল স্রোতের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে। এজন্য আমরা নিয়মিতভাবে শিক্ষার্থীদের পাশে থাকছি।’
অনুষ্ঠানের শেষে এসএসসিতে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের মাঝে ভর্তি সহায়তার অর্থ ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/জামশেদ