মাদারীপুরের কালকিনিতে মানবপাচার ও ধর্ষণসহ একাধিক মামলার আসামি মো. সবুজ মৃধা (৩২)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মালয়েশিয়ায় এক তরুণীকে পাচার করে যৌনপল্লীতে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, সবুজ মৃধা মাদারীপুর জেলার কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের সেলিম মৃধার ছেলে। বুধবার রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৪-এর সহযোগিতায় কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম সোহেল রানা।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, মো. সবুজ মৃধাসহ একটি সংঘবদ্ধ চক্র লিবিয়া ও মালয়েশিয়ার মাধ্যমে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের অসহায় পরিবারের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। এই চক্রের মূল হোতা হিসেবে সবুজ মৃধা পরিচিত।
অভিযোগ রয়েছে, তিনি একই ইউনিয়নের এক তরুণীকে মালয়েশিয়ায় নিয়ে গিয়ে জোরপূর্বক যৌনপল্লীতে বিক্রি করে দেন। পরে ওই তরুণী দেশে ফিরে এসে আদালতে সবুজসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার বাদী ওই তরুণী বলেন, ‘সবুজ মিথ্যা আশ্বাসে আমাকে মালয়েশিয়ায় নিয়ে গিয়ে যৌনপল্লীতে বিক্রি করে। আমি দেশে ফিরে আইনের আশ্রয় নেই। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ওসি কেএম সোহেল রানা বলেন, ‘আসামি সবুজ মৃধার বিরুদ্ধে মানবপাচার, ধর্ষণ, বিস্ফোরক আইনে এবং সিআরসহ মোট ১০টি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
বিডি প্রতিদিন/জামশেদ