খাগড়াছড়িতে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
বিতর্ক প্রতিযোগিতায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নতুনকুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়। এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই