এসএসসিতে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ৮৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ পাঁচ পেয়েছে ৬৭ জন। রবিবার (১০ আগস্ট) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এবার পুনর্নিরীক্ষণের জন্য ৩৫ হাজার ৫৩১ জন পরীক্ষার্থী ৭৫ হাজার ৮৭৭টি বিষয়ে আবেদন করে। যাদের মধ্যে ফেল থেকে পাস করে ১৯০ জন। ফেল থেকে ফেল ৫৭ জন। জিপিএ পাঁচ পায় ৬৭। আগেও জিপিএ পাঁচ পেয়েছিল, কিন্তু বিষয়ভিত্তিক গ্রেডের উন্নতি হয়েছে ৯১ জনের। বাকিদের ফলে কোনোরূপ পরিবর্তন হয়নি।
পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন জানান, উচ্চমাধ্যমিকে আবেদনের সময়সীমা ১১ আগস্ট পর্যন্ত। পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হয়েছে, তাদেরও ১১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল