মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম’র (এসইডিপি) আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
সোমবার সকালে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফিরোজ মিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল কাদের আলম শাহ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, আশুগঞ্জ সার কারখানা কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম. শওকত আলী, চরচারতলা আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন মোল্লা, সোহাগপুর আছিয়া সাফি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান এবং কৃতি শিক্ষার্থী তাহসিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য, ২০২২ ও ২০২৩ সালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ নম্বর ও গ্রেড প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে ১৮ জন ছাত্রী ও ১৮ জন ছাত্রকে পুরস্কৃত করা হয়।
বিডি প্রতিদিন/এমআই