চাঁদপুর জেলা জজ আদালতে মামলার শুনানিকালে হৃদয়বিদারক এক ঘটনায় মৃত্যুবরণ করেছেন সিনিয়র আইনজীবী আব্দুল মান্নান খান (মহিন)। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে রিভিশন মামলার শুনানিকালে হঠাৎ মাথা ঘুরে তিনি মেঝেতে পড়ে যান। এ সময় তার মাথায় আঘাত লাগে এবং রক্তাক্ত হন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের বেঞ্চের পাশে দাঁড়িয়ে মামলার শুনানি করছিলেন আব্দুল মান্নান খান। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ে যাওয়ার সময় বেঞ্চে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তাকে পর্যবেক্ষণ করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান এবং হৃদরোগ বিভাগের চিকিৎসক ডা. মুনতাকিম হায়দার রুমি।
চাঁদপুর জেলা জজ আদালতের পিপি (সরকারী কৌঁসুলি) কোহিনূর বেগম বলেন, ‘আব্দুল মান্নান খান একটি রিভিশন মামলার এডমিশন শুনানি করছিলেন। শুনানির মাঝেই তিনি মাথা ঘুরে পড়ে যান। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।’
আইনজীবী আব্দুল মান্নান খানের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর গ্রামের বেপারী বাড়িতে। তার বাবা ছিলেন মৃত ইসমাইল হোসেন বেপারী। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসন্তান রেখে গেছেন। তিনি চাঁদপুর সদর উপজেলার উপজেলা পরিষদ সংলগ্ন নিজ বাড়িতে বসবাস করতেন।
জানা গেছে, তিনি ২০১০ সালে চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে সদস্য হিসেবে যোগ দেন এবং মৃত্যুর আগ পর্যন্ত নিয়মিতভাবে পেশাগত দায়িত্ব পালন করে আসছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ