গাইবান্ধা ফুলছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ জন বালু ব্যবসায়ীকেগ্রেফতার করেছে যৌথ বাহিনী। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এতে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রুবায়েত।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান। এর আগে বুধবার বিকাল ৪টা থেকে দিবাগত রাত ৮টা পর্যন্ত ৪ ঘণ্টার এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতাররা হলেন- ফুলছড়ি উপজেলার নিলকুঠি গ্রামের নজরুল ইসলামের ছেলে এনামুল হক (৩২) ও একই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে জাহাঙ্গীর (৩০)।
যৌথ বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্যাইংকার চর এলাকায় অভিযান চালানো হয়। এসময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন ১টি টিউবওয়েল ও ২টি মোবাইল জব্দসহ বালু ব্যবসায়ী এনামুল হক ও জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। পরে ড্রেজার মেশিন দুটি পাইপ হেমার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়া হয়।
পরে রাতেই ওই সব জব্দ করা সরঞ্জামদিসহ গ্রেফতারদেরকে ফুলছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ