দিনাজপুরের খানসামা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪২টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। খানসামা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ঢেউটিন ও নগদ অনুদানের চেক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে খানসামা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।
ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার। এ সময় অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি খানসামা উপজেলার বিভিন্ন গ্রামে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে এসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারিভাবে তাদের পুনর্বাসনে এ সহায়তা প্রদান করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল