বেনাপোল বন্দরের জলাবদ্ধতা নিরসনে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার (৯ জুলাই) বেনাপোল পৌরসভার নির্বাহী কর্মকর্তা কাজী নজিব হাসান সরেজমিনে বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেন। বিকালে জলাবদ্ধতা নিরসন ও ভবিষ্যতে বন্দরের পানি নিষ্কাশনের লক্ষ্যে ৬ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। বেনাপোল বন্দরের জলাবদ্ধতা নিরসন কমিটিতে বেনাপোল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি মনোনীত করা হয়েছে। এছাড়া কমিটিতে রাখা হয়েছে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার, বেনাপোল স্থলবন্দরের পরিচালক, বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার, বেনাপোল পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে সদস্য সচিব এবং সভাপতির মনোনীত ১ জনকে।
গত কয়েকদিন ধরে টানা বর্ষণে শেডের অভ্যন্তরে পানি ঢুকে কোটি কোটি টাকার আমদানি পণ্য ভিজে নষ্ট হয়েছে। এছাড়া ইয়ার্ডে পানি জমে থাকার কারণে আমদানি পণ্য খালাসেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে, ফলে ব্যবসায়ীরা ছিলেন হতাশায় । বন্দরে পানি নিষ্কাশন কমিটি গঠন করায় ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বেনাপোল পৌরসভার নির্বাহী কর্মকর্তা ড. কাজী নজিব হাসান জানান, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বেনাপোল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাকে পানি নিষ্কাশনের দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত উদ্যোগে পানি অপসারণের কাজ চলছে। তিনি আশা করছেন, দ্রুত পানি অপসারণ করে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি আরও জানান, এই সমস্যাটি দীর্ঘদিনের এবং এর সমাধানে বেনাপোল বন্দর ব্যবস্থাপনা ও স্থানীয় প্রশাসন একসাথে কাজ করছে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, পানি নিষ্কাশনে জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে। তিনি জানান, বেনাপোল পৌরসভার সহায়তায় পানি নিষ্কাশনের জন্য পাম্প বসানো হয়েছে এবং আশা করা যাচ্ছে পানি সরিয়ে ফেলা সম্ভব হবে।
বিডি প্রতিদিন/এএ