ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়ে আটক সাজাপ্রাপ্ত তিন চীনা নাগরিক জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টা ২০ মিনিটে তাদের আইনজীবী মো. আশিকুল ইসলামের জিম্মায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। এর আগে সোমবার (৭ জুলাই) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাদের জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৩ জুলাই আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি সীসা কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া তিন চীনা নাগরিক ও তিন বাংলাদেশিকে ১৫ দিন করে কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত চীনা নাগরিকরা হলেন, ঝাং ইয়াংলিয়াং (৪৪), ঝু শিংলিয়াং (৪১) ও সান বেনহুয়া (৬৩)। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না নিয়ে অবৈধভাবে সীসা গলানোর দায়ে পরিবেশ সংরক্ষণ আইন, ২০১০-এর আওতায় তাদের এই দণ্ড দেওয়া হয়। সাজার পর তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়।
জামিন মঞ্জুরের পর সব ধরনের গোয়েন্দা সংস্থার (এনএসআই, ডিজিএফআই, পুলিশ স্পেশাল ব্রাঞ্চ) ছাড়পত্র পাওয়ার পর মঙ্গলবার সকালে তাদের মুক্তি দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকল প্রক্রিয়া ও প্রয়োজনীয় অনুমোদন অনুসরণ করেই তাদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে।’
এদিকে, এই ঘটনায় স্থানীয়ভাবে নানা আলোচনা-সমালোচনা চলছে। অবৈধ শিল্পকারখানায় বিদেশিদের সম্পৃক্ততা এবং পরিবেশ ধ্বংসের অভিযোগে প্রশাসনের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বিডি প্রতিদিন/জামশেদ