নীলফামারীর সৈয়দপুর শহরের তুলশিরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষিকার বাসা থেকে শামসুন্নাহার (৬৫) নামে এক নারী এবং উপজেলার কামারপুকুর এলাকার আইসঢাল থেকে এক বিধবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন।
প্রথম ঘটনাটি ঘটে শহরের তুলশিরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোহিলা পারভীনের বাসা থেকে মঙ্গলবার দুপুরে (১ জুলাই) শামসুন্নাহার (৬৫) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই বাড়িতে চুরির করার সময় চোরের আঘাতে নাকি ওই গৃহ সহায়িকার মৃত্যু হয়েছে।
ঘটনার সময় ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে এবং সোনাদানা ও মূল্যবান সামগ্রী চুরি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। পুরো ঘরে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে ছিল। ধারণা করা হচ্ছে চুরি করতে আসা চোরের আঘাতে ওই কাজের মেয়ের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অপরদিকে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের হাজীপাড়ায় এক বিধবা নারীর মরদেহ সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে পুলিশ উদ্ধার করেছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুলিশ ঘটনা তদন্ত করছে।
বিডি প্রতিদিন/নাজমুল