বগুড়ার শাজাহানপুর উপজেলায় চুরি হওয়া একটি গাভী উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মো. সোহেল (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) গভীর রাতে বগুড়ার ধুনট উপজেলার শৈলমারী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সোহেল শাজাহানপুর উপজেলার আমরুল ফুলকোর্ট মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মো. আজাদুল রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ জুন দুপুর ১২টার দিকে শাজাহানপুর উপজেলার নগর আমরুল উত্তরপাড়া গ্রামের মো. আব্দুস সাত্তার (৬৫) তার তিনটি গরু ভুট্টা খেতে ঘাস খাওয়াতে দিয়ে বাড়ি ফেরেন। আনুমানিক দুপুর ১টার দিকে গরু আনতে গিয়ে দেখতে পান, তার একটি কালো রঙের গাভী চুরি হয়ে গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী আব্দুস সাত্তার শাজাহানপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে এবং মঙ্গলবার রাতে অভিযানে গিয়ে চুরি হওয়া গাভীসহ সোহেলকে গ্রেপ্তার করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, ‘চুরি হওয়া গরুটি উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
বিডি প্রতিদিন/জামশেদ