রাজবাড়ীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহিদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জুলাই অভ্যুত্থান শাখার চেক বিতরণ করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
এ সময় জেলার তিন জন শহিদ পরিবারের প্রত্যেকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্রের চেক প্রদান করা হয়। তিনটি পরিবারকে মোট ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, জুলাই গণঅভু্যত্থানে ঢাকায় তিনজন শহিদ হয়েছেন। তাদের বাড়ি রাজবাড়ীতে। সরকার প্রত্যেক শহিদ পরিবারের পাশে রয়েছে। শহিদ পরিবারকে মনে সহস নিয়ে চলার অনুরোধ করেন তিনি।
সঞ্চয়পত্র বিতরণের সময় সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোল্লা ইফতেখার আহম্মেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার সদস্য মিরাজুল মাজিদ তূর্য উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএ