মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর সদর দপ্তর পরিদর্শন করেছেন। যেখানে ভারতের সাথে চলমান উত্তেজনার মধ্যে প্রচলিত হুমকির মোকাবেলায় দেশটির প্রস্তুতি সম্পর্কে শাহবাজকে অবহিত করা হয়েছে।
কাশ্মীরের পেহেলগামে এক মারাত্মক হামলার পর পাকিস্তান ভারতের সামরিক পদক্ষেপের প্রত্যাশা করার কথা বলার প্রায় এক সপ্তাহ পর উচ্চ পর্যায়ের এই সফর অনুষ্ঠিত হয়। ভারত, তদন্ত বা প্রমাণ ছাড়াই, আক্রমণকারীদের সাথে পাকিস্তানের সাথে সংযোগ থাকার ইঙ্গিত দিয়েছিল। পাকিস্তান দৃঢ়ভাবে এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় আইএসআই সদরদপ্তর পরিদর্শনের বিষয়ে এক বিবৃতিতে বলেছে, এই সফরে বিদ্যমান নিরাপত্তা পরিবেশ সম্পর্কে একটি বিস্তারিত ব্রিফিং অন্তর্ভুক্ত ছিল। বিশেষ করে পাকিস্তানের পূর্ব সীমান্তে ভারতের ক্রমবর্ধমান আক্রমণাত্মক এবং উস্কানিমূলক অবস্থানের আলোকে [একটি] প্রচলিত হুমকির মোকাবেলার প্রস্তুতির ওপর জোর দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, নেতৃত্বকে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়ন এবং প্রচলিত সামরিক বিকল্প, হাইব্রিড যুদ্ধ কৌশল এবং সন্ত্রাসী প্রক্সিসহ ক্রমবর্ধমান হুমকির ম্যাট্রিক্স সম্পর্কে অবহিত করা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ছিলেন উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং পরিষেবা প্রধানরা।
অনুষ্ঠানে প্রকাশিত একটি গ্রুপ ছবিতে দেখা গেছে, পরিষেবা প্রধানরা সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ এবং বিমান বাহিনী প্রধান মার্শাল জহির আহমেদ বাবর - সফরকারী দলের অংশ ছিলেন।
ছবিতে আইএসআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিক - যিনি সম্প্রতি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন - এবং সেনাবাহিনীর মিডিয়া মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল