পটুয়াখালী-৪ আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা অধ্যাপক মোস্তাফিজুর রহমান তিন শতাধিক অনুসারী নিয়ে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে চরমোনাই দরবারে এসে দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের হাতে যোগদানের ফরম তুলে দেন।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি কলাপড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি বিএনপির কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।
যোগদানের পর অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, এখানে এসে আমি মনের দিক থেকে শান্তি পাচ্ছি। আমি পীর সাহেব হুজুরের সাথে থেকে বাকি জীবনটা উৎসর্গ করতে চাই। ইসলামের খেদমত করতে চাই।
বিডি প্রতিদিন/নাজমুল