হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল।
মঙ্গলবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ইসরায়েলে বারবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
রবিবার হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আঘাত হানে। ওই ঘটনায় বেশ কয়েক জন আহত হয়।
আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনীর হামলার পর ইয়েমেনের রাজধানীর বিমানবন্দরটি এখন ‘সম্পূর্ণরূপে অচল’।
আইডিএফ জানায়, বিমানবন্দরটি হুথিরা ‘অস্ত্র ও কর্মীদের স্থানান্তরের জন্য ব্যবহার করত এবং সন্ত্রাসী উদ্দেশ্যে হুথি সরকার নিয়মিতভাবে এটি পরিচালনা করে’।
বিমানবন্দরে হামলার আগে আইডিএফ সানার বেসামরিক নাগরিকদের জন্য সতর্কতা জারি করে।
আইডিএফ জানিয়েছে, তারা সানার কাছে হুথিদের ব্যবহৃত বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া রাজধানীর উত্তরে একটি সিমেন্ট কারখানা লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে, যা অবকাঠামো এবং টানেল নির্মাণে ব্যবহৃত হতো। সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল
বিডি প্রতিদিন/একেএ