নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিনদুপুরে প্রাইভেটকার দিয়ে অটোরিকশার পথ গতিরোধ করে যাত্রীর সাথে থাকা টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছোট সাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রোমা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী রোমা আক্তার জানান, মঙ্গলবার সকালে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত একটি ব্যাংক থেকে তিনি সাড়ে ৭ লাখ টাকা উত্তোলন করে অটোরিকশাযোগে ছোট সাদিপুর একটি এনজিও অফিসের উদ্দেশে যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোরিকশাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট সাদিপুর ব্র্যাক এনজিও অফিসমুখী রাস্তার সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি সাদা রংয়ের প্রাইভেটকার তাদের পথরোধ করে সাথে থাকা সাড়ে ৭ লাখ টাকা ছিনিয়ে নেয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার (তদন্ত) ওসি রাশেদুল হাসান খান জানান, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। অতি শিগগিরই জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হবো।
বিডি প্রতিদিন/এমআই