বাড়িতে চলছে বিয়ের সাজসজ্জা। দু’দিন পর বিয়ে। কেনাকাটা করতে গেছেন বর হুসাইন আহমদ বাবলু (২৫)। কিন্তু বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরা হয়নি তার। এর আগেই সড়কে ঝরে গেছে তার প্রাণ।
মঙ্গলবার দুপুরে জকিগঞ্জের আটগ্রাম মরইরতল এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে প্রাণ হারান তিনি। আগামী শুক্রবার তার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল।
নিহত বাবলু সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের শীতলজোড়া গ্রামের মখলিছুর রহমানের ছেলে। তার সাথে আহত হয়েছেন কাওসার আহমদ নামের আরেক যুবক।
স্থানীয় সূত্র জানায়, আগামী শুক্রবার জকিগঞ্জ উপজেলার গোটারগ্রামের আবদুল হালিমের মেয়ে মাহমুদা জান্নাতের সাথে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল বাবলুর। বিয়ে উপলক্ষে সাজসজ্জা চলছে বাড়িতে। বাড়ির সামনে বাঁধা হয়েছে গেট। যে গেট দিয়ে কনেকে নিয়ে প্রবেশের কথা ছিল, সেই গেট দিয়ে বের হলো বাবলুর নিথর দেহ।
পারিবারিক সূত্র জানায়, হোসাইন আহমদ বাবলু বিয়ের কেনাকাটা করে সিলেট থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। আটগ্রাম মরইরতল এলাকায় ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগলে গুরুতর আহত হন বাবলু ও তার সাথে থাকা কাওসার। আশঙ্কাজনক অবস্থায় তাদের ওসমানী হাসপাতালে নেওয়া হলে সেখানে বাবলু মারা যান।
সড়ক দুর্ঘটনায় বাবলুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না।
বিডি প্রতিদিন/এমআই