আগামী সাত দিনের মধ্যে মহাসড়কে থ্রি-হুইলারসহ সব অযান্ত্রিক যানবাহনের চলাচল বন্ধ না হলে রংপুর বিভাগজুড়ে পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি।
সোমবার (৬ মে) বিকেলে রংপুর মটর মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন আন্দোলন কমিটির আহ্বায়ক ও রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ। তিনি জানান, সরকার ও উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল করছে, যার ফলে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা।
ওয়াসিম বারী বলেন, '২০১৫ সালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ২০১৪ ও ২০১৭ সালে উচ্চ আদালত মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ করলেও তা কার্যকর হয়নি। এর ফলে যাত্রীবাহী বাসের সঙ্গে ধীরগতির যানবাহনের সংঘর্ষ বাড়ছে। বাস মালিকরা ক্ষতির মুখে পড়ছেন।'
তিনি আরও অভিযোগ করেন, 'বাস মালিকরা প্রতিদিন দুই হাজার কোটি টাকার বেশি সরকারে রাজস্ব দেন, কিন্তু পুলিশ চেকপোস্টে চালকদের হয়রানি করা হয়। অথচ থ্রি-হুইলার অবৈধ হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।'
রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামসহ বিভাগের মোট ৮ জেলার পরিবহন মালিকদের সমন্বয়ে একটি আন্দোলন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দাবি না মানা হলে বিভাগজুড়ে কঠোর আন্দোলনের ডাক দেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লালমনিরহাট মটর মালিক সমিতির সদস্য রেজাউল করিম বসুনিয়া, কুড়িগ্রাম জেলা মটর মালিক সমিতির কফিল উদ্দিন আহম্মেদ খোকন ও রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি শরিফুল আলম হিরুসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/মুসা