অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় নিজ দেশে ফেরার পরই নগদ ১ হাজার ডলার প্রদানের পাশাপাশি বিমান টিকিটের অর্থও পরিশোধের অঙ্গীকার করেছে মার্কিন প্রশাসন। সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নয়েম এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গ্রেপ্তার এবং ডিটেনশন সেন্টারের ভীতি থেকে মুক্ত থাকতে এবং স্বাভাবিক একজন নাগরিকের মতো নিজ দেশে ফেরার ‘ঐতিহাসিক’ এ সুযোগ পাওয়া যাবে এ (DHS.gov/CBPhome) ওয়েবসাইট থেকে। ঘোষণায় আরও উল্লেখ করা হয়েছে, যারা এ সুযোগ নেবেন পরবর্তী সময়ে অন্য কোনো প্রোগ্রামে আবারও তাদের যুক্তরাষ্ট্রে আসার পথ খোলা থাকবে। হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী বিবৃতিতে উল্লেখ করেছেন, ‘আপনি যদি এখানে অবৈধভাবে থেকে থাকেন, স্বেচ্ছায় বহিষ্কারটি হবে সবচেয়ে উত্তম। নিরাপদ ও গ্রেপ্তারের ভয় নেই এমন চিত্তে যুক্তরাষ্ট্র ত্যাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পন্থা। অভিনব এ কর্মসূচি বাস্তবায়িত হলে ফেডারেল সরকারের ব্যয় কমবে মাথাপিছু ৭০ ভাগ।
বর্তমান প্রক্রিয়ায় গ্রেপ্তারের পর বিমানে উঠিয়ে দেওয়া পর্যন্ত ডিটেনশন সেন্টারে থাকা-খাওয়া বাবদ মাথাপিছু ব্যয় হচ্ছে গড়ে ১৭ হাজার ১২১ ডলার করে। উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প ৫ মিলিয়ন ডলার ফিতে বিদেশিকে গ্রিনকার্ড দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন। যাতে এখন পর্যন্ত আশানুরূপ সাড়া মেলেনি। নানা কারণে যুক্তরাষ্ট্রে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হওয়ায় কেউই আর যুক্তরাষ্ট্রকে নিরাপদ বোধ করছেন না বলে মন্তব্য করছেন অভিজ্ঞজনেরা।