বরিশালে সদর উপজেলায় জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এ সময় ডাকাতদের মারধরে গৃহকর্তাসহ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার খোন্তাখালী গ্রামের নুরুল ইসলাম কবিরের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মো. শাকিল জানান, রাত আনুমানিক তিনটার দিকে একদল ডাকাত টিনশেড ঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে তারা গৃহকর্তাসহ পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৫-৬ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নেয়। এ সময় ডাকাতরা নুরুল ইসলাম কবিরকে শারীরিকভাবে নির্যাতন করে।
খবর পেয়ে সকালে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি জানান, ২-৩ জন ডাকাত ঘরে প্রবেশ করে স্বর্ণের চেইনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। গৃহকর্তা বাধা দিলে তাকে মারধর করা হয়।
ওসি রফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীদের অভিযোগ দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/নাজিম