ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন বলেছেন, গাজা উপত্যকাকে নিরস্ত্র করা হবে। আর যুদ্ধবিরতি শব্দটি অভিধান থেকে মুছে ফেলতে হবে।
ইসরায়েলের রেশেত বেট রেডিওকে এ কথা বলেন তিনি।
হামাসকে পরাজিত করা নাকি বন্দিদের ফিরিয়ে দেওয়াকে অগ্রাধিকার দেওয়া উচিত, জানতে চাইলে জ্বালানিমন্ত্রী এলি কোহেন বলেন, সরকার উভয় ক্ষেত্রেই প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, “এই দু’টির কোনওটি ব্যাপারেও হাল ছাড়বে না ইসরায়েল সরকার। যুদ্ধবিরতি শব্দটি অভিধান থেকে মুছে ফেলতে হবে। গাজা উপত্যকাকে নিরস্ত্র করা হবে।”
বিবিসি জানিয়েছে, গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এভাবে গাজা উপত্যকা পুরোপুরি দখল ও নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল।
কোহেন হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে ইসরায়েলের প্রতিক্রিয়ার কথাও উল্লেখ করেন।
তার ভাষ্য, “প্রতিশোধ কেবল ইয়েমেনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। এর পেছনে ইরানই দায়ী- এবং তাদের অবশ্যই মূল্য দিতে হবে।”
বিডি প্রতিদিন/একেএ