বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো বহাল তবিয়তে আছে, তাদেরকে অপসারণ করতে হবে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক পরিষদ ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন’র যৌথ আয়োজনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
মানববন্ধনে ‘ফ্যাসিবাদদের দোসর এবং শিক্ষা বিভাগ ধ্বংস করার মূল পরিকল্পনাকারী’ পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের পরিচালক সাইফুল ইসলাম গংদের পদত্যাগের দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ।
এতে হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো বহাল তবিয়তে আছে, তাদের অপসারণ করতে হবে, বিগত সাড়ে ১৫ বছর দেশে কোনো সরকার ছিল না, আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করে সরকারের আবরণে একটি রেজিম দেশবাসীর উপর নির্মম নির্যাতন চালিয়েছে। তারা গুম-খুন চালিয়েছে। তারা মানুষের ভোটাধিকার ও বাক-স্বাধীনতাকে হরণ করেছিল, তাই তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই।
তিনি আরও বলেন, যারা বিএনপিকে মাইনাস করতে চাই তারা দেশের রাজনীতি থেকেই হারিয়ে যাবেন। তিনি সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থার জন্য আহ্বান জানান।
সংগঠনের উপদেষ্টা আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এবি পার্টির সিনিয়র সহ-সভাপতি মেজর (অব.) ডা. আব্দুল ওহাব মিনার, ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর হোসেন ঈসা।
অনুষ্ঠান পরিচালনা করেন ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবাধিকার সংগঠক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার।
বিডি প্রতিদিন/আরাফাত