কোরবানির ঈদকে কেন্দ্র করে সাতক্ষীরা সীমান্তে চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে গরু চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতিতে রয়েছেন সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবির জোয়ানরা। ভারত থেকে সীমান্ত দিয়ে যাতে চোরাকারবারিরা কোনোভাবে কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে এবং সীমন্তানদী ইছামতি ও সোনাই নদী পেরিয়ে বাংলাদেশে গরু আনতে না পারে, সেজন্য বিজিবি কড়া নজরদারি ও সীমান্ত টহল জোরদার করেছে।
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাদনান জানান, এখন আর সাতক্ষীরা সীমান্তে গরু চোরাচালান হয় না। ২০১৯ সাল থেকে বিজিবির নিয়ন্ত্রণাধীন গরু করিডোর বন্ধ রয়েছে। এছাড়া, কোরবানি ঈদ উপলক্ষ্যে সব ধরনের চোরাচালান রোধে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ