জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, আমরা চেষ্টা করছি নতুন করে রোহিঙ্গা যেন না আসে। আর এই কথাটা খুব জোরের সাথে আরাকান আর্মিকে জানিয়েছি। তাদের আমরা জাতিসংঘের মাধ্যমে জানিয়েছি, আরাকানে যে নতুন প্রশাসন তৈরি হচ্ছে, তার সব স্তরে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব দেখতে চাই। যদি সেটা তারা না করে, তাহলে সেটা জাতিগত নিধনের একটি নিদর্শন। যেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এই কাজটি তারা যদি না করেন, তাহলে তাদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাওয়া মুশকিল।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হলে মায়ানমারের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে কিনা? এ প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, আমরা সার্বভৌম রাষ্ট্র, আমাদের স্বার্থে যার সাথে ইচ্ছা, তার সাথে যোগাযোগ করব। আমরা স্বাধীনভাবে আমাদের পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছি। আমরা সেটা বাস্তবায়নও করেছি। মিয়ানমার আরাকান আর্মিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। তারাও তো তাদের সাথে কথা বলছে। আমাদের ওপারের সীমান্ত এখন নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি। এই সীমান্ত আমাদের ম্যানেজ করতে হবে। শান্তিপূর্ণ রাখতে হবে।
এ জন্য ওপারে যেই থাক তারে সাথে আমরা যোগাযোগ রাখব। ওপারে তাতমাদো (মিয়ানমারের সেনাবাহিনী) যদি পারে আসুক, তাহলে আমরা তাদের সাথেও যোগাযোগ করব।
তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। ভূমিকম্পে আমরা সেখানে সাহায্য পাঠিয়েছি।
ভারত সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে কিনা? এ প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, সীমান্ত রক্ষার জন্য যা করণীয় আমরা তাই করব। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি আছে, তবে ভারতের সাথে আমাদের কোনো উত্তেজনা নেই। আমরা বাড়তি কোনো কিছু করব না। তার কোনো কারণও দেখছি না।
বিডি প্রতিদিন/কেএ