ফেনীতে অবৈধভাবে সরকারি জমি ও ফসলি জমির মাটি কাটার অপরাধে ৬ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দিবাগত রাত ১টায় ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে এ রায় দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে নদীর পাড়ের সরকারি জমির মাটি কেটে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের প্রতি হুমকি সৃষ্টি করায় ৬ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১৩ ধারায় নদী তীরবর্তী মাটি কাটায় মো. জয়নাল আবেদীনকে ৪ মাস কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, মো. ইসমাইলকে ৩ মাস কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, মো. সাদ্দাম (৩৩) কে ৩ মাসের কারাদণ্ড ও ১ শত টাকা জরিমানা এবং মো. আরিফ (৩৫), মো. ইসরাফিল (২৩) ও মো. জাহাঙ্গীর (৩৫) এ তিনজনকে ১ মাস করে কারাদণ্ড প্রদানের পাশাপাশি ১শ টাকা করে জরিমানা করা হয়। এসময় একটি এস্কেভেটর ও ২টি ট্রাক জব্দ করা হয়। এস্কেভেটর আনার সুযোগ না থাকায় বিনষ্ট করা হয় ও ট্রাক দুইটি হেফাজতে রাখা হয়েছে।
ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার বলেন, মাটি দস্যুদের দৌরাত্ম্যে ফেনী সদরে আশঙ্কাজনক হারে উর্বরতা হারাচ্ছে ফসলি জমি। হুমকির মুখে পড়ছে নদী-খাল। এ দস্যুরা রাতের আঁধারে সাবাড় করে দিচ্ছে ফসলি জমির ওপরের অতিগুরুত্বপূর্ণ পুষ্টি সমৃদ্ধ মাটি (টপ সয়েল) এবং নদীর পাড়ের মাটি ও বালু। মাটি ব্যবসায়ীদের লুট থেকে বাদ যাচ্ছে না মালিকানা জমি, খাসজমি, খাল ও নদীর পাড়। জেলা প্রশাসনের সহযোগিতায় ও নির্দেশনা মোতাবেক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএ