নড়াইলের কালিয়া পৌরসভার শহীদ এখলাস উদ্দিন আহমেদ বিদ্যালয়ে ৪ সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
এস. এম খালিদ হোসেনকে সভাপতি মনোনীত করা হয়েছে। গত ৯ এপ্রিল বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত শহীদ এখলাস উদ্দিন আহমেদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, তার বিদ্যালয়ে ও কলেজের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রবিধানমালা-২০২৪ এ বর্ণিত ৬৪ এর উপ-প্রবিধান (১) এর আলোকে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত অ্যাডহক কমিটিকে ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন করা হল। তাছাড়া পদাধিকার বলে প্রধান শিক্ষক সচস্য সচিব, জুয়েল শেখ অভিভাবক প্রতিনিধি ও মো. হাসমত উল্লাহকে শিক্ষক প্রতিনিধি করা হয়েছে।
এস. এম খালিদ হোসেন বিদ্যালয় সুন্দরভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন/ইডি