পবিত্র রমজান উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জে গরিব দুস্থ অসহায় ৪৫টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করে আর-রহমান ফাউন্ডেশন। আজ সকাল ১১টায় জিরতলী ইউনিয়নের বড় হোসেনপুর প্রাথমিক বিদ্যালয় এর হলরুমে এ সামগ্রী বিতরণ করা হয়।
বিশিষ্ট সমাজসেবক মাহমুদুল হাসানের সঞ্চালনায় ডাঃ রুহুল আমিনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিরতলী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শামসুল আলম লাভলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি মেম্বার আব্দুল কাশেম, শিক্ষাবিদ ও সমাজসেবক এখলাশউদ্দিন সেলিম, সমাজসেবক আবু বক্কর সিদ্দিক আবু) , বিশিষ্ট ব্যবসায়ী মহিন উদ্দিন স্বপন, উক্ত ফাউন্ডেশনের সদস্য আবুল কাশেম চৌধুরী, সাবেক ইউপি মেম্বার আনোয়ার হোসেন, সাংবাদিক মোঃ পলাশ উদ্দিন ও মোঃ ইয়াছিন হাছান মেহেদী, মেজবা উদ্দিন রুবেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় ফাউন্ডেশন এর উদ্যোক্তা মাহমুদুল হাসান জানান, আমরা নতুন একটি সংগঠন করেছি যাতে করে এলাকায় সামাজিক শৃঙ্খলা ধরে রাখার লক্ষ্যে এবং কিশোরগ্যাং নামক ব্যাধি যাতে উৎপত্তি হতে না পারে, এছাড়া একটি আদর্শ গ্রামে আদর্শ মানুষ হিসেবে আমরা পরিচয় দিতে পারি।
বিতরণে ইফতার সামগ্রীর প্যাকেটে দেওয়া হয়, মসলা সামগ্রী ও ঈদ উপহার হিসেবে সেমাই দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএ