ব্রাহ্মণবাড়িয়ায় ৭৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার র্যাব ও পুলিশের অভিযানে আশুগঞ্জ গোলচত্বর ও আখাউড়ার বাইপাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- দেলোয়ার হোসেন, ইকবাল হোসেন ও হাবিব উল্লাহ। পুলিশ মিডিয়া উইংস এবং র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।