কুমিল্লায় চেকপোস্টে আসামি ধরে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। গতকাল শহরতলীর ধর্মপুর রেলগেট এলাকার চেকপোস্টে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধর্মপুর এলাকায় চেকপোস্টে ওয়ারেন্টভুক্ত আসামি রবিনকে গতকাল দুপুরে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় রবিনের লোকজনের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হয়। তারা পুলিশ এবং তাদের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে গ্রেপ্তার রবিন পুলিশের এক সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ধর্মপুর এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ জানায়, রবিন ওয়ারেন্টভুক্ত আসামি। ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশের একটি গাড়ির ক্ষতি হয়েছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, ‘রবিন পুলিশের ওয়ারেন্টভুক্ত আসামি। গতকাল দুপুরে ধর্মপুর এলাকায় চেকপোস্টে তল্লাশি চালানোর সময় পুলিশ রবিনের কাছে একটি ছুরি পায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।