সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ শটগানের কার্তুজ উদ্ধারের পাশাপাশি দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৯৫০ রাউন্ড ১২ বোর শটগানের কার্তুজ জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সুনামগঞ্জ সদর থানার রাধানগর এলাকার আমপাড়া গ্রামের মো. মামুন মিয়া (২৩) এবং মো. উবায়দুল (২১)। জানা গেছে, বিশ্বম্ভরপুর থানার চালবন এলাকা থেকে রাধানগর হয়ে জামালগঞ্জের সাচনা বাজারের দিকে দুটি মোটরসাইকেলযোগে অস্ত্রের কার্তুজ পাচার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সাচনা বাজার এলাকায় অবস্থান নেয়। সকাল ৭টার দিকে দুটি সন্দেহজনক মোটরসাইকেলকে থামার নির্দেশ দেয় ডিবি পুলিশ। কিন্তু মোটরসাইকেলটি দ্রুত পালিয়ে যায়। তবে অন্য মোটরসাইকেলটি আটক করতে সক্ষম হয় পুলিশ। তল্লাশিতে ৯৫০ রাউন্ড শটগানের কার্তুজ পাওয়া যায়। ঘটনাস্থল থেকেই দুজনকে গ্রেপ্তার করা হয়।
জেলা ডিবির ওসি মোহাম্মদ আহম্মদ উল্যাহ জানান, গ্রেপ্তার হওয়া দুজনসহ পালিয়ে যাওয়া অন্য দুজনের বিরুদ্ধেও জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। এ কার্তুজগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং কারা এ চক্রের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তে নতুন তথ্য বেরিয়ে আসার সম্ভাবনাও রয়েছে।